
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক ভিপি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মইন তুষারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ।
মুঠোফোনে ওসি জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে মইন তুষারকে অবস্থান করতে দেখে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, মইন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
আর.এম/সকালবেলা